রমজানের সময় রোজা রেখে কিভাবে ভ্রমণ করবেন তার কিছু ভ্রমণ টিপস নিচে দেয়া হল। যদিও অনেকেই রমজানের সময় রোজা রেখে ভ্রমণ করতে ইচ্ছা পোষন করেন না। কারন, রমজানে রোজা রেখে ভ্রমণ করা খুবই কষ্টকর।
আবার সেটা যদি হয় ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়! তাহলে তো ভ্রমণের প্রশ্নই আসে না। এরপরও কেউ যদি ভ্রমণ করতে চান তাহলে অবশ্যই নিচের টিপস গুলো ফলো করে ভ্রমণ করতে পারেন। তবে এক্ষেত্রেও সাবধান থাকতে হবে।
আরও: ভ্রমণের দোয়া
আজকে আমি রমজানে ভ্রমণের ১০টি টিপস নিয়ে বলব। চলুন শুরু করা যাক…
- ভ্রমণের সময় হালকা / পাতলা গড়নের জামা কাপড় পরিধান করুন।
- ভ্রমণের সময় সাথে নরম ভেজা তোয়ালে রাখতে পারেন।
- ছাতা, সানগ্লাস, মাক্স অবশ্যই সাথে করে নিয়ে নিবেন।
- ঠান্ডা পানি রাখতে পারেন যাতে বেশি ঘেমে গেলে মুখ ধুতে পারেন। তবে মাথায় পানি দিবেন না। এতে জ্বর হতে পারে। প্রয়োজনে ভেজা তোয়ালে দিয়ে শরীর, মাথা, ঘাড় মুছে নিতে পারেন।
- কিছুক্ষণ ভ্রমণের পর ছায়ায় বিশ্রাম নিয়ে নিন।
- সাথে ভারি ব্যাগ বহন করা থেকে বিরত থাকুন।
- ভ্রমণে নামাজের সময় আপনার ব্যাগ, মোবাইল এবং জুতা নিরাপদ স্থানে রাখুন।
- রোজা রেখে উচু পাহাড়ে ট্র্যাকিং করা থেকে বিরত থাকুন।
- রোজা রেখে নদী ভ্রমণে সাতার কাটা থেকে বিরত থাকুন। কারন, সাঁতার কাটার সময় আপনার শরীরের এনার্জি দ্রুত ফুরিয়ে আসবে।
- রমজানে ভ্রমণের সময় সাথে ইফতার নিয়ে নিতে পারেন।
ইফতারের দোয়া
ইফতারের সময় এ দোয়াগুলো পড়া সওয়াব ও কল্যাণের কাজ। ইফতারের আগ মুহূর্তে বেশি বেশি ইসতেগফার পড়া। আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। রোজাদারের জন্য আল্লাহর কাছে ইসতেগফার পড়ার ফজিলতও অনেক বেশি। তাই ইফতারের সময় বেশি বেশি ইসতেগফার পড়া-
উচ্চারণ: আসতাগফিরুল্লাহাল আজিম, আল্লাজি লা ইলাহা ইল্লাহু আল-হাইয়্যুল ক্বাইয়্যুম, ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুয়্যাতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আজিম।
ইফতারের সময় এ দোয়াটিও পড়তে পারেন
উচ্চারণ: “আলহামদুলিল্লাহি আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিরাহমাতিকাল্লাতি ওয়াসিআত কুল্লা শাইয়িন আন তাগফিরলি।”
হজরত মুয়াজ ইবনে যুহরাহ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন ইফতার করতেন, তখন এ দোয়া পড়তেন:
উচ্চারণ: আল্লাহুম্মা লাকা সুমতু, ওয়া আ’লা রিযক্বিকা আফত্বারতু।
বাংলা অর্থ: হে আল্লাহ! আমি তোমারই জন্যে রোজা রেখেছি এবং তোমারই দেয়া রিযিক দ্বারা ইফতার করছি। (আবু দাউদ মুরসাল, মিশকাত)
আশাকরি উপরে দেয়া ভ্রমণ টিপস গুলো রোজা রেখে ভ্রমণ করার ক্ষেত্রে কাজে লাগবে। এছাড়া ভ্রমণে যে কোন সময় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা থেকে রেহাই পেতে সর্বদা সতর্ক থাকুন। আপনার ভ্রমণ হউক নিরাপদ এবং আনন্দময়।
ফেসবুক: Kuhudak
I used to be able to find good info from your content.