কক্সবাজার

কক্সবাজার জেলা (Cox’s Bazar District) বাংলাদেশেচট্টগ্রাম বিভাগের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্য, যা বিশ্বের দীর্ঘতম প্রাকৃতিক সমুদ্রসৈকতের জন্য বিখ্যাত। বঙ্গোপসাগরের তীরে অবস্থিত এই জেলা তার অপরূপ সমুদ্রসৈকত, পাহাড়, ঝর্ণা এবং মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের জন্য পর্যটকদের আকর্ষণ করে। কক্সবাজারের সেরা দর্শনীয় স্থানগুলোর মধ্যে রয়েছে কক্সবাজার সমুদ্র সৈকত, ইনানী ও হিমছড়ি সৈকত। পাশাপাশি, মহেশখালী দ্বীপ, যেখানে আদিনাথ মন্দির এবং পাহাড়ের সৌন্দর্য পর্যটকদের মুগ্ধ করে এবং সেন্ট মার্টিন দ্বীপ, যা দেশের একমাত্র প্রবাল দ্বীপ সহ অনেক দর্শনীয় স্থান।

কক্সবাজার জেলার জনপ্রিয় পোস্ট

কক্সবাজার ভ্রমণ – মনোমুগ্ধকর সমুদ্র সৈকত

কক্সবাজার ভ্রমণ । মনোমুগ্ধকর সমুদ্র সৈকত কক্সবাজার ভ্রমণ! নীল জলরাশি আর শোঁ শোঁ গর্জনের মনোমুগ্ধকর সমুদ্র সৈকতের নাম কক্সবাজার। অপরূপ সুন্দর বিশ্বের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজার। মানুষ কোথাও ঘুরতে গেলে প্ল্যান করে সময় নিয়ে বের হয়। আর আমার বেলায় ঘটেছে তার উল্টো টা! কক্সবাজার ভ্রমণ এর কারন কোন এক কারনে বন্ধুদের সাথে মন খারাপ করে আছি। কিছুতে ই কিছু ভালো লাগছিলো না। হঠাৎ করে মাথায় ভূত চাপল কক্সবাজার যাওয়ার। যদিও এর আগে…

কক্সবাজার জেলার দর্শনীয় ও ঐতিহাসিক স্থানসমূহ

Kuhudak (কুহুডাক) LogoKuhudak (কুহুডাক) Logo

আপনার আশেপাশের দর্শনীয় স্থানের তথ্য দিন

কুহুডাকে আপনার আশেপাশের দর্শনীয় স্থানের তথ্য দিয়ে সহযোগিতা করুন।