জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক (Jolshiri Central Park), ঢাকার খুব কাছেই এক টুকরো শান্তির ঠিকানা। ঢাকার কোলাহল আর যানজটের মধ্যে দিয়ে দিন পার করে অনেকেই চাই আমরা একটু প্রকৃতির ছোঁয়া আর প্রশান্তি। ঠিক এমনই একটা জায়গা হলো জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক, যা নারায়ণগঞ্জের রূপগঞ্জে জলসিঁড়ি আবাসন প্রকল্পের ভেতর, ১৩ নম্বর সেক্টরে অবস্থিত। প্রায় ১৪ একরের বেশি জায়গা জুড়ে ছড়িয়ে থাকা এই পার্কটি সেনাবাহিনীর তত্ত্বাবধানে গড়ে উঠেছে। আধুনিক অবকাঠামো আর সবুজ প্রকৃতির এমন সুন্দর মিশেল আশেপাশে খুব একটা দেখা যায় না।

আরও: মেহেরুন শিশু পার্ক
পার্কে যা যা পাবেন
১. লেক আর নৌকা ভ্রমণ
পার্কের মাঝে একটা বড় সুন্দর লেক আছে। এখানে দুই আসনের প্যাডেল বোট পাওয়া যায় ৩০ মিনিটের জন্য মাত্র ১০০ টাকায়। বন্ধুবান্ধব বা পরিবারের সদস্যদের সঙ্গে স্পিডবোটে ঘুরতেও পারেন—৩০ মিনিটের জন্য ৫০০ টাকা, ১০-১২ জন সহজে বসতে পারেন।
২. শিশুদের জন্য কিডস জোন
বাচ্চাদের জন্য আছে নানা রকম খেলনা আর রাইড — এগুলো সব বিনামূল্যে! পরিবার নিয়ে গেলে বাচ্চারা যেন পুরো সময় মজা করে কাটাতে পারে, সেই ব্যবস্থা পুরোপুরিই আছে।
৩. গোলক ধাঁধা ও থ্রিডি থিয়েটার
থ্রিডি ভিশন থিয়েটার আর গোলক ধাঁধা শুধু শিশুদের নয়, বড়রাও মজা করে উপভোগ করতে পারবেন। প্রযুক্তি আর বিনোদনের একটা চমৎকার সংমিশ্রণ এখানে দেখা যায়।
৪. উন্মুক্ত মঞ্চ ও কৃত্রিম জলপ্রপাত
পার্কে একটা বড় উন্মুক্ত মঞ্চ আছে, যেখানে বিভিন্ন অনুষ্ঠান আয়োজন করা হয়। পাশে সাজানো আছে একটি কৃত্রিম জলপ্রপাত, যা দেখে মন ভরে যায়।
প্রবেশ মূল্য ও সময়
- প্রাপ্তবয়স্কদের জন্য প্রবেশমূল্য ২৩০ টাকা।
- সামরিক বাহিনীর সদস্যদের জন্য মাত্র ২০ টাকা।
- ৬ বছরের নিচে বাচ্চা আর প্রতিবন্ধীদের কোনো টিকিট লাগে না।
- সরকারি ছুটি ছাড়া প্রায় প্রতিদিন খোলা থাকে।
পার্কটি প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত খোলা থাকে। তবে শুক্রবার ব্যতীত অন্য সব দিন সাধারণের জন্য উন্মুক্ত। মাঝে মাঝে পুরো পার্ক কোনো অনুষ্ঠানের জন্য বুকড থাকে, তাই যাওয়ার আগে ফোন করে নিশ্চিত হয়ে নেওয়াই ভালো।
📞 যোগাযোগ: 01769017639, 01925600900 ; ওয়েবসাইট: jolshiricentralpark.com
কিভাবে যাবেন
ঢাকার যেকোনো প্রান্ত থেকে কুড়িল বিশ্বরোড চলে এসে গাউসিয়া গামী বিআরটিসি বাসে উঠতে হবে। নেমে যাবেন “জলসিঁড়ি” স্টপেজে। এরপর রাস্তা পার হয়ে অটোরিকশায় সরাসরি পার্কে যাওয়া যায়। নিজের গাড়ি নিয়ে গেলেও সমস্যা নেই—পার্কের সামনে গাড়ি পার্কিংয়ের ভালো ব্যবস্থা আছে।
খাওয়ার ব্যবস্থা
পার্কে বাইরে থেকে খাবার নিয়ে প্রবেশ করা যায় না। তবে চিন্তার কিছু নেই, ভিতরে আছে সুন্দর রেস্টুরেন্ট। দেশীয় খাবার থেকে শুরু করে চাইনিজ – সবই মেলে, দামও বেশ সাশ্রয়ী।
সব মিলিয়ে, জলসিঁড়ি সেন্ট্রাল পার্ক ঢাকার আশপাশে একদিনের ঘোরাফেরার জন্য দারুণ একটা জায়গা। প্রকৃতির ছায়ায় একটু প্রশান্ত সময় কাটাতে চাইলে এটি নিঃসন্দেহে তালিকার শীর্ষে থাকবে।
আরও: বাংলাদেশের ২৫ টি জনপ্রিয় খাবারের তালিকা



Add your first comment to this post
You must be logged in to post a comment.