Bhraman Magazine – ভারতে সর্বাধিক পঠিত ট্র্যাভেল ম্যাগাজিন

Bhraman Magazine – ভারতে সর্বাধিক পঠিত বাংলা ট্র্যাভেল ম্যাগাজিন বা ভ্রমন ম্যাগাজিন

জী, আপনি ঠিকই দেখছেন। ভারতের সবচেয়ে বেশি পড়া ট্র্যাভেল ম্যাগাজিন গুলোর মধ্যে ভ্রমণ ম্যাগাজিন অন্যতম। আজকের পোস্টে আমি ভারতের বাংলা ট্রাভেল ম্যাগাজিন নিয়ে আলোচনা করব।

চলুন শুরু করা যাক…

আরও: উইকিভ্রমণ একটি বিশ্বব্যাপী ভ্রমণ নির্দেশিকা

Bhraman Magazine


ম্যাগাজিন নামBhraman Magazine
দেশভারত
শুরু হয়েছে২০১০
পাঠক সংখ্যা৬,৩০০০০ (২০১৯)
মূল্য১০০ টাকা

Bhraman Magazine ইতিহাস

Bhraman Magazine এর যাত্রা আংশিক শুরু হয় ২০১০ সালে। তবে পূর্ণাঙ্গ যাত্রা শুরু হয়েছে ২০১২ সালের দিকে।

- বিজ্ঞাপন -
ভ্রমণ কমিউনিটিতে যোগ দিন - কুহুডাক

যারা ভ্রমণ করতে ভালোবাসেন বা ভ্রমণ পিপাসু তাদের জন্যই মূলত এই ভ্রমণ ম্যাগাজিন। বাংলা ভ্রমণ ম্যাগাজিনটি অনলাইন এবং হার্ডকপি দুই ভাবেই পাওয়া যায়। তবে এটি বর্তমানে শুধুমাত্র ভারতে প্রকাশিত হয়ে থাকে।

আরও: বাণিজ্যিক ইভেন্ট বনাম ব্যক্তিগত ভ্রমণ

Bhraman Magazine এর বর্তমান অবস্থা

ভ্রমণ ম্যাগাজিন এর এই আর্টিকেলটি লিখতে গিয়ে আমি প্রথমে Bhraman Magazine সম্পর্কে জানার চেষ্টা করি। কিন্তু দুঃখজনক হল যে, এই ম্যাগাজিন এর ওয়েবসাইটি বর্তমানে বন্ধ রয়েছে।

আরও ব্যাপার হল যে, ম্যাগাজিন এর প্রতিষ্ঠাতা বা পরিচালক কে তাও জানা যায় নি।

Bhraman ফেসবুক

ভ্রমণ ম্যাগাজিন এর একটি অফিসিয়াল ফেসবুক পেইজ রয়েছে। ফেসবুক পেইজটি ভেরিফাইড। ফেসবুক পেইজে ভ্রমণ ম্যাগাজিন এর প্রায় ৪ লাখ এর মত পাঠক রয়েছে।

তবে পোস্ট এনগেজমেন্ট এর সংখ্যা সে তুলনায় খুবই কম।

আরও: ঢাকা ট্রাভেল মার্ট (ডিটিএম) মেলা ২০২৫

ভ্রমণ ম্যাগাজিন এর পাঠক সংখ্যা

২০১৯ সালের ভারতীয় পাঠক সমীক্ষা অনুযায়ী ভারতের এই বাংলা ভ্রমণ ম্যাগাজিন এর পাঠক সংখ্যা প্রায় ৬ লাখ ৩০ হাজার! যেটা তাদের অফিসিয়াল ফেসবুক পেইজে দেয়া রয়েছে।

আপনি চাইলে ভ্রমণ ম্যাগাজিনটি অনলানে সংগ্রহ করতে পারবেন। ম্যাগাজিন এর দাম ১০০ টাকা।

ওয়েবসাইট: bhraman.com

এই আর্টিকেলটি অসম্পূর্ণ। আপনি চাইলে তথ্য দিয়ে এটিকে সম্প্রসারিত করতে কুহুডাক -কে সাহায্য করতে পারেন।

বিঃদ্রঃ ভারতের এই ভ্রমণ ম্যাগাজিন সম্পর্কে আপনার কাছে যদি কোন তথ্য থাকে তাহলে, এই পোস্টের মন্তব্য বক্সে অথবা যোগাযোগ পাতার মাধ্যমে আমাকে জানাতে পারেন।


খুব শীঘ্রই বাংলাদেশে কুহুডাক প্রকাশিত একটি অনলাইন বাংলা ট্রাভেল ম্যাগাজিন প্রকাশিত হতে যাচ্ছে। ম্যাগাজিন এর নাম “দি ট্রাভেল ম্যাগাজিন“। আপনি যদি একজন ভ্রমণকারী বা ভ্রমণ পিপাসু হয়ে থাকেন তাহলে ট্রাভেল ম্যাগাজিনটি আপনার জন্যই।

ফেসবুক: Kuhudak

শেয়ার করুন
Kuhudak (কুহুডাক) LogoKuhudak (কুহুডাক) Logo

আপনার আশেপাশের দর্শনীয় স্থানের তথ্য দিন

কুহুডাকে আপনার আশেপাশের দর্শনীয় স্থানের তথ্য দিয়ে সহযোগিতা করুন।