কক্সবাজারে চালু হলো ই-ভ্রমণ গাইড অ্যাপ ‘ভ্রমণিকা’

পর্যটকদের কক্সবাজার ভ্রমণকে সহজ, নিরাপদ ও তথ্যসমৃদ্ধ করতে চালু হলো নতুন মোবাইল অ্যাপ ‘ভ্রমণিকা’ (Vromonika)। সোমবার (১০ মার্চ) দুপুর ১২টায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব শীষ হায়দার চৌধুরী আনুষ্ঠানিকভাবে অ্যাপটির উদ্বোধন করেন।

আরও: কক্সবাজারে দেখার জন্য সেরা ১০টি স্থান

দেশের ৬৪ জেলার মধ্যে প্রথমবারের মতো কক্সবাজার জেলা প্রশাসন এমন একটি ই-ভ্রমণ গাইড অ্যাপ চালু করায় বিশেষ প্রশংসা পেয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে জানানো হয়, অ্যাপটিতে কক্সবাজারের হোটেল, মোটেল, রিসোর্ট, পর্যটন স্পট, রেস্টুরেন্ট, রাইড ও বিভিন্ন সেবার বিস্তারিত তথ্য অন্তর্ভুক্ত করা হয়েছে।

অ্যাপের মাধ্যমে পর্যটকরা সহজেই জানতে পারবেন কোন সৈকত বা দর্শনীয় স্থানের কাছাকাছি কোথায় থাকা যাবে। এছাড়াও প্রতিটি স্থানের দূরত্ব, গুগল ম্যাপ ডিরেকশন এবং নিরাপত্তা নির্দেশনাও এতে সংযুক্ত করা হয়েছে।

বিশেষভাবে, পর্যটকদের নিরাপত্তার জন্য অ্যাপে প্রতিদিনের জোয়ার-ভাটার সময়সূচি ও আবহাওয়ার পূর্বাভাস তাৎক্ষণিকভাবে জানা যাবে। সৈকতের বিপদজনক স্থানসমূহ সম্পর্কেও বিস্তারিত তথ্য দেওয়া হয়েছে।

- বিজ্ঞাপন -
ভ্রমণ কমিউনিটিতে যোগ দিন - কুহুডাক

আরও: কক্সবাজারের সবচেয়ে সুন্দর বিচ কোনটি

জরুরি প্রয়োজনে যোগাযোগের জন্য জেলা প্রশাসন, পর্যটন ম্যাজিস্ট্রেট, ট্যুরিস্ট পুলিশ, ডাক্তার, সি-বিচের স্বেচ্ছাসেবক, লাইফগার্ড সার্ভিস ও অ্যাম্বুলেন্সের প্রয়োজনীয় ফোন নম্বর অ্যাপে সংযুক্ত করা হয়েছে। এছাড়া, অ্যাপের মাধ্যমে সরাসরি কল করার ব্যবস্থাও রয়েছে।

অ্যাপে আরও সংযুক্ত করা হয়েছে জেলা পুলিশের তৈরি ‘অনলাইন বাস টার্মিনাল’ এবং ‘কক্স ক্যাব’ নামের দুটি অ্যাপ, যা পর্যটকদের জন্য আরও সহায়ক হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিনের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত সচিব মামুনুর রশীদ ভূঁইয়া, কক্সবাজারের নবাগত পুলিশ সুপার সাইফুদ্দিন শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক) জসিম উদ্দিন এবং কক্সবাজার হোটেল-মোটেল গেস্টহাউস মালিক সমিতির সভাপতি আবুল কাশেম সিকদার।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ‘ভ্রমণিকা’ অ্যাপটি গুগল প্লে স্টোর ও অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাবে এবং সহজেই ব্যবহার করা যাবে।


ফেসবুক: কুহুডাক

শেয়ার করুন
Kuhudak (কুহুডাক) LogoKuhudak (কুহুডাক) Logo

আপনার আশেপাশের দর্শনীয় স্থানের তথ্য দিন

কুহুডাকে আপনার আশেপাশের দর্শনীয় স্থানের তথ্য দিয়ে সহযোগিতা করুন।