পটুয়াখালী জেলা (Patuakhali District) বাংলাদেশের বরিশাল বিভাগের উপকূলীয় অঞ্চলগুলোর মধ্যে অন্যতম, যা “সমুদ্রের কন্যা” নামে পরিচিত। পটুয়াখালী জেলা মহিষের দই এর জন্য বিখ্যাত। এখানকার প্রধান আকর্ষণ কুয়াকাটা সমুদ্র সৈকত, যেখানে একসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। এছাড়া লাল কাঁকড়ার দ্বীপ চর বিজয় ও রাঙ্গাবালি পর্যটকদের মন কাড়ে। সমুদ্র, দ্বীপ ও প্রকৃতির অপূর্ব মেলবন্ধনে পটুয়াখালী ভ্রমণপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য।