চাঁদপুর লোকাল গাইড এর প্রথম মিট-আপ আলহামদুলিল্লাহ্ ভালো ভাবেই সম্পূর্ণ হয়েছে। মিট-আপ হয়েছে গত ২৮ ডিসেম্বর ২০১৮ তারিখে।
প্রথম মিট-আপ এর মধ্যদিয়ে চাঁদপুর লোকাল গাইড ( Chandpur Local Guides ) এর যাত্রা শুরু হল। প্রথম মিট-আপ এ আমরা যাদের কে সাথে পেয়েছি তারা হলেন: মীর আকিব মোহাম্মদ সাইদ, নাদিম আল-মাহমুদ, আরিফ হোসেন, মীর আবদুল্লাহ।
চাঁদপুর লোকাল গাইড
লোকাল গাইড কি?
লোকাল গাইড (Local Guides) এর বাংলা অর্থ হলঃ স্থানীয় গাইড বা, স্থানীয় নির্দেশিকা। লোকাল ভিত্তিক যারা গাইড অথবা নির্দেশিকা দিয়ে থাকেন তাদের কে লোকাল গাইড বলে।
গুগল লোকাল গাইড
গুগল লোকাল গাইড ( Google Local Guides ) হচ্ছে, গুগল ম্যাপ এ স্থানীয় লোকেশন গুলো সংযুক্ত করা।
যারা এ কাজ করে থাকেন তাদের কে লোকাল গাইডারও বলা হয়ে থাকে।
আরও পড়ুন: আই সি ডি ডি আর বি মতলব ভ্রমণ – icddr, b Matlab Tour
কারা লোকাল গাইডে কাজ করেন?
যে কেউ চাইলেই গুগল লোকাল গাইডে কাজ করতে পরবেন তবে, তার জন্য আপনাকে কিভাবে লোকাল গাইডে কাজ করতে হয় এই বিষয়ে জ্ঞান রাখতে হবে।
গুগল লোকাল গাইডে কিভাবে কাজ করবেন এ নিয়ে আমি পরে বিস্তারিত আরেকটি লেখা দেয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ্।
লোকাল গাইড হিসেবে যাত্রা
আমি বেশ অনেকদিন হল গুগল এ লোকাল গাইড হিসেবে কাজ করছি। এই লোকাল গাইডে যারা কাজ করেন তারা জানেন যে এটা সম্পুর্ন নিজ দায়িত্বে এবং নিজ অর্থায়নে কাজ করতে হয়।
তো অনেক দিন এই লোকাল গাইডে কাজ করার ফলে কুমিল্লা লোকাল গাইড, জামালপুর এবং ময়মনসিংহ লোকাল গাইড গ্রুপ এর সাথে আমার পরিচয় হয়।
এরপর তাদের সাথে কাজ করা শুরু করি।
এই ৩টি গ্রুপ এর সবাই ছিল অসাধারণ।
বিশেষ করে যাদের নাম না বললেই নয়ঃ শাহেদ ভাই, কামাল ভাই এবং বাশার ভাই।
আরও পড়ুন: খোদাই পুকুর রহস্য – মতলব, চাঁদপুর
চাঁদপুর লোকাল গাইড ( Chandpur Local Guides )
চাঁদপুর লোকাল গাইড -এ আমাদের প্রথম যাত্রা শুরু ২৮ ডিসেম্বর ২০১৮ তারিখে। প্রথম মিট-আপ এ আমরা ৪ জন যোগ দিয়েছিলাম।
আমাদের মিট-আপ এর সময় নির্ধারণ করা হয় বিকাল ৩টার সময়।
যথা সময়ে আমরা কাজীকান্দি দোকান এর সামনে সবাই উপস্থিত হয়ে আমাদের যাত্রা শুরু করি।
গুগল ম্যাপ এ রাঢ়ীকান্দি গ্রাম এর লোকেশন সংযুক্ত করা
আমাদের প্রথম মিট-আপ এ আমরা গুগল ম্যাপ এ রাঢ়িকান্দি গ্রাম এর বিশেষ লোকেশন গুলো সংযুক্ত করার কাজ শুরু করি।
আরও পড়ুন: ইলিশের বাড়ি চাঁদপুর ভ্রমণ
মাদ্রাসায়ে ইসলামিয়া মাদিনাতুল উলুম দক্ষিণ রাঢ়ীকান্দি এর লোকেশন সংযুক্ত করা দিয়ে শুরু করে রাঢ়ীকান্দি বাজার দিয়ে শেষকরি।
এর ভিতরে রয়েছে: রাঢ়ীকান্দি প্রাইমারী স্কুল, মাদ্রাসা, কেন্দ্রীয় জামে মসজিদ, গোরস্থান সহ অন্যান্য।
বিরতি
রাঢ়ীকান্দি বাজারে এসে আমরা কিছু সময় বিরতি নিয়ে বিকেলের নাস্তা করি। বিরতির পর আমরা আবার লোকেশন সংযুক্ত করার কাজে লিপ্ত হই।
মিট-আপ সমাপ্তি
আমাদের (লোকাল গাইড এর) প্রথম মিট-আপ রাঢ়ীকান্দি দারুচ্ছুন্নাত দাখিল মাদ্রাসা এর লোকেশন সংযুক্ত করার মাধ্যমে শেষ হয়।
চাঁদপুর লোকাল গাইড এর ফেসবুক গ্রুপ: Chandpur Local Guides
ফেসবুক: Kuhudak







Add your first comment to this post
You must be logged in to post a comment.