এভিয়েশন ফোনেটিক বর্ণমালা (The Aviation Phonetic Alphabet) বা NATO ফোনেটিক বর্ণমালা হচ্ছে আন্তর্জাতিক রেডিওটেলিফোনি বানান বর্ণমালা, যা সাধারণত NATO ফোনেটিক বর্ণমালা নামে পরিচিত। রোমান বর্ণমালার অক্ষরগুলিকে যোগাযোগের জন্য আরও স্পষ্ট কোড শব্দ হিসেবে ব্যাবহার করা হয়।
এভিয়েশন ফোনেটিক বর্ণমালা বিমানের বুকিং PNR কিংবা ক্লাসের নামের জন্য ব্যাবহার করা হয়ে থাকে। আজকে আমরা ফোনেটিক বর্ণমালা গুলো জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক…
এভিয়েশন ফোনেটিক বর্ণমালা রেডিওটেলিফোনিক বানান বর্ণমালা, NATO বানান বর্ণমালা , ICAO ফোনেটিক বর্ণমালা এবং ICAO বানান বর্ণমালা সহ বিভিন্ন নামে ব্যাবহার করা হয়ে থাকে।
আরও: বিমানে ভ্রমণের নিয়ম
ইতিহাস
প্রথম বিশ্বযুদ্ধের পূর্বে এবং কণ্ঠস্বর সমর্থনকারী দ্বি-মুখী রেডিওর বিকাশ এবং ব্যাপক গ্রহণের ফলে নিম্নমানের এবং দূর-দূরত্বের টেলিফোন সার্কিটে যোগাযোগের উন্নতির জন্য টেলিফোন বানান বর্ণমালা তৈরি করা হয়েছিল। ২৬ টি কোড শব্দ বা ইংরেজি অক্ষর ১৯৫৬ সালে, NATO ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন (ICAO) দ্বারা ব্যবহৃত কোড শব্দের তৎকালীন বর্তমান সেট পরিবর্তন করে।
এরপর এই পরিবর্তনটি তখন আন্তর্জাতিক মান হয়ে ওঠে যখন এটি সেই বছর আইসিএও এবং কয়েক বছর পরে ইন্টারন্যাশনাল টেলিকমিউনিকেশন ইউনিয়ন (আইটিইউ) দ্বারা প্রতিষ্ঠা পায়।
ফোনেটিক বর্ণমালাগুলি ইংরেজি, ফরাসি এবং স্প্যানিশ ভাষাভাষীদের কাছে সহজে বোধগম্য হওয়ার জন্য নির্বাচন করা হয়েছে। মূলত কোড নামে যেন কোন ভুল না হয় তার জন্য এই ভাষা ব্যাবহার করা হয়ে থাকে। প্রত্যেকটি শব্দের শুরুর অক্ষর আলফাবেটের সিরিয়াল অনুযায়ী ব্যাবহার করা হয়েছে।
একটা উদাহরণ দেয়া যাক, ইংরেজি শব্দের কিছু কিছু আলফাবেট আছে যা শুনতে অনেকটা কাছা কাছি একইরকম মনে হয়। যেমন ধরুন, “n” এবং “m” বা “f” এবং “s” এই শব্দ গুলো শুনতে কাছা কাছি একই রকম মনে হয়। ফলে কোন কাজে যদি কেউ ভুল শুনে তাহলে সমস্যা হতে পারে। এই সমস্যা এড়াতেই মূলত এভিয়েশন ফোনেটিক বর্ণমালা তৈরি করা হয়েছে।
আরও: ২৪ ঘন্টা থেকে ১২ ঘন্টা সময় ফরম্যাট
এভিয়েশন ফোনেটিক বর্ণমালা টেবিল বা লিস্ট
ইংরেজি A থেকে শুরু করে Z পর্যন্ত ফোনেটিক বর্ণমালা গুলো নিচের টেবিলে লিস্ট আকারে দেয়া হল।
বর্ণমালা | কোড শব্দ (ইংরজি) | কোড শব্দ (বাংলা) |
---|---|---|
A | Alpha | আলফা |
B | Bravo | ব্রাভো |
C | Charlie | চার্লি |
D | Delta | ডেল্টা |
E | Echo | ইকো |
F | Father | ফাদার |
G | Golf | গলফ |
H | Hyeri | হেরি |
I | India | ইন্ডিয়া |
J | Japan | জাপান |
K | Kilo | কিলো |
L | Lima | লিমা |
M | Mike | মাইক |
N | Nancy | নেন্সি |
O | Orange | অরেঞ্জ |
P | Pitar | পিটার |
Q | Queen | কুইন |
R | Rojar | রজার |
S | Sugar | সুগার |
T | Tommy | টমি |
U | United | ইউনাইটেড |
V | Victor | ভিক্টর |
W | William | উইলিয়াম |
X | X-ray | এক্সরে |
Y | Yankee | ইয়াংকি |
Z | Zebra | জেব্রা |
রেডিওটেলিফোনি বানান বর্ণমালা বা এভিয়েশন ফোনেটিক বর্ণমালা আন্তর্জাতিক বিমান যোগাযোগের জন্য ইন্টারন্যাশনাল সিভিল এভিয়েশন অর্গানাইজেশন দ্বারা ব্যবহৃত হয়।
ইউটিউব: কুহুডাক
Add your first comment to this post
You must be logged in to post a comment.