প্রয়োজনে: +88 0170-3419108 (Call/WhatsApp)
বরিশাল জেলা (Barisal District) বাংলাদেশের বরিশাল বিভাগের নদী-বিধৌত এক নান্দনিক অঞ্চল, যা “শস্যভাণ্ডার” নামে পরিচিত। বাংলার ভেনিস খ্যাত বরিশাল জেলায় রয়েছে প্রচুর দর্শনীয় স্থান। এখানকার প্রধান দর্শনীয় ও আকর্ষণীয় স্থানের মধ্যে দুর্গাসাগর দিঘি, শাপলা গ্রাম, গুঠিয়া মসজিদ ও ভাসমান পেয়ারার হাট উল্লেখযোগ্য। প্রাকৃতিক সৌন্দর্য, ঐতিহ্য ও নদীবন্দরসমৃদ্ধ বরিশাল ভ্রমণপ্রেমীদের জন্য এক আকর্ষণীয় গন্তব্য হতে পারে।
শাপলা গ্রাম সাতলা (Shapla Gram Satla) বাংলাদেশের বরিশাল বিভাগের বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে শাপলার বিল নামে পরিচিত। আজকের পোস্টে আমরা বরিশালের শাপলা গ্রাম সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক... আরও: কুয়াকাটা সমুদ্র সৈকত শাপলা গ্রাম ভ্রমণ ভ্রমণ স্থানশাপলা গ্রামধরনবিলঅবস্থানসাতলা, উজিরপুর, বরিশালআয়তনপ্রায় ১০ হাজার একরঢাকা থেকে দূরত্বপ্রায় ১৬৬ কিলোমিটারবরিশাল সদর থেকে দূরত্বপ্রায় ৬০ কিলোমিটারড্রোন উড়ানো যাবেহ্যাঁ সাতলাকে বরিশালের শাপলার রাজ্য বলা হয়ে থাকে। শাপলার…
শাপলা গ্রাম সাতলা (Shapla Gram Satla) বাংলাদেশের বরিশাল বিভাগের বরিশাল জেলার উজিরপুর উপজেলার সাতলা গ্রামের বিলগুলো স্থানীয়দের কাছে শাপলার বিল…