বাংলাদেশের সেরা ট্রাভেল ব্লগ সাইট এর লিস্ট

বাংলাদেশের সেরা ট্রাভেল ব্লগ সাইট এর লিস্ট। আজকে আমি বাংলাদেশের সেরা কিছু ট্রাভেল ব্লগ নিয়ে কথা বলব। যেখানে আমি চেষ্টা করব আপনাদের কে বাংলাদেশের ট্রাভেল ব্লগ নিয়ে যারা লেখালেখি করেন তাদের কে তুলে ধরার। তাহলে চলুন শুরুকরা যাক।

প্রথমে আমি বলে নেই, আজকের লেখাটি বেশি বড় হবে না। কারন, আমি যখন এই বিষয় নিয়ে লেখা শুরু করেছি ঘড়িতে তখন রাত ৪ঃ২৮ বাজে। আমি প্রায় সময়’ই রাত জেগে কাজ করি। কিন্তু আজকে লেখার খুব একটা মুড পাচ্ছি না।

আর বেশি বক বক করছি না। চলুন আমরা আজকের মূল আলোচনা বাংলাদেশের সেরা ট্রাভেল ব্লগ নিয়ে কথা বলা শুরু করি।

বাংলাদেশের সেরা ট্রাভেল ব্লগ এর কোন লিস্ট কোথাও ছাপা হয় নি! আমি যেহেতু ট্রাভেল ব্লগ নিয়ে কাজ করি সে সুবাদে কিছুটা ঘাটাঘাটি করে ছোট একটা লিস্ট তৈরি করেছি।

আরও: ভ্রমণ নিয়ে কবিতা

- বিজ্ঞাপন -
ভ্রমণ কমিউনিটিতে যোগ দিন - কুহুডাক

নিচে আমি যে ট্রাভেল ব্লগ এর লিস্ট টি দিয়েছি, সেখানে যে বিষয় গুলো লক্ষ্য করে করা হয়েছে সেগুলো হল

১। বাংলা ভাষা

২। ট্রাভেল ব্লগ নিয়ে লেখা

৩। ইউজার ফ্রেন্ডলি

৪। কপি পেস্ট বিহীন ব্লগ

বাংলাদেশের সেরা ট্রাভেল ব্লগ এর লিস্ট


# ভ্রমণ গাইড

(vromonguide.com)

এই সাইটি খুবই চমৎকার। আপনি এখানে ভ্রমণ লেখার পাশাপাশি ভ্রমণ নিয়ে নানা প্রকার টিপস পেয়ে থাকবেন।

# আদার ব্যাপারী

(adarbepari.com)

আদার ব্যাপারী সাইটা খুব সুন্দর করে সাজান গুছানো আছে। এই সাইটটাতে এখন পর্যন্ত অনেক গুলো ট্রাভেল ব্লগ লেখা হয়েছে। এরা ট্রাভেল ব্লগ লেখার পাশাপাশি ভ্রমণ বিষয়ে ইভেন্ট ও অরগানাইজ করে থাকে।

# Kuhudak (কুহুডাক) পূর্বের নাম GoArif

(www.kuhudak.com)

কুহুডাক ভ্রমণ সাইটে আপনি দর্শনীয় স্থানের ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, গল্প, ভ্রমণ গাইড, অভিজ্ঞতা, তথ্য, গল্প, ভিডিও, ছবি ও ভ্রমণ টিপস এর পাশাপাশি অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক বিশ্বের যেকোনো গন্তব্যে ট্যুর প্যাকেজ, ভিসা পরামর্শ, বিমানের টিকিট পাবেন।

# আলম আশরাফুল

(alamashraful.com/bn)

- বিজ্ঞাপন -
ভ্রমণ কমিউনিটিতে যোগ দিন - কুহুডাক

আলম আশরাফুল ট্রাভেল ব্লগ এ ও আপনি ভ্রমণ বিষয়ে লেখা পাবেন। এই সাইটিতে বাংলাদেশ এর পাশাপাশি বাহিরের দেশে ভ্রমণ নিয়ে লেখা পাবেন। আলম আশরাফুল ভাই বুয়েটের ছাত্র।

# উড়াল পঙ্খী

(uralpongkhi.com)

এই সাইটিতে ও ট্রাভেল ব্লগ লেখা হয়। বাংলাদেশের পাশাপাশি বিদেশ ভ্রমণ এর ও কিছু লেখা রয়েছে এখানে।

# শামীম হাসান শাকিল এর বাংলা ব্লগ

(shamimhsm.com)

এই সাইটা খুব একটা গুছালো না। তবে যা আছে, তাতে ইউজাররা অখুশি হবে না। সাইটা তে বাংলাদেশের পাশাপাশি বিদেশে ভ্রমনের ও লেখা রয়েছে।

# পর্যটন বিচিত্রা

(parjatanbichitra.com)

এই সাইটটি অনেকটা নিউজ পোর্টাল এর মত। এখানে ট্রাভেল ব্লগ লিখার পাশাপাশি নানা প্রকার নিউজ প্রকাশ করা হয়ে থাকে।

# টুরিস্ট গাইড ২৪

(touristguide24.com)

এই সাইটি বেশ ভালো ভাবে সাজানো। এখানে আপনি ট্রাভেল বিষয়ে অনেক লেখা পাবেন।

# বিডি ট্রাভেল নিউজ

(bdtravelnews.com)

এই সাইট টি তে ট্রাভেল ব্লগ নিয়ে লেখার পাশাপাশি ট্রাভেল বিষয়ক নানা খবর পাবেন।

# ই বাংলা ট্রাভেল

(ebanglatravel.com)

এই সাইটি ও বেশ ভালো। ট্রাভেল বিষয়ে অনেক তথ্য পাবেন এখানে।


এই ছিল আজকের মত আমার দেখা ট্রাভেল ব্লগ গুলো। আপনাদের জানা কোন বাংলায় লেখা ট্রাভেল ব্লগ সাইট থাকলে আমাকে জানাতে ভুলবেন না। আর আমি যেহেতু ভ্রমণ প্রিয় মানুষ। তাই, কুহুডাক ট্রাভেল ব্লগে আমার ভ্রমণ অভিজ্ঞতা তো থাকছেই।

ভ্রমণ বিষয়ে আপনার কোন মতামত থাকলে আমাকে জানাতে ভুলবেন না।


ফেসবুক: Kuhudak

শেয়ার করুন
Kuhudak (কুহুডাক) LogoKuhudak (কুহুডাক) Logo

আপনার আশেপাশের দর্শনীয় স্থানের তথ্য দিন

কুহুডাকে আপনার আশেপাশের দর্শনীয় স্থানের তথ্য দিয়ে সহযোগিতা করুন।