মেহেরুন শিশু পার্ক ও মিনি চিড়িয়াখানা (Meherun Children Park and Mini Zoo) বা ইব্রাহিমপুর পার্ক বাংলাদেশের খুলনা বিভাগের চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদা উপজেলার ইব্রাহিমপুর গ্রামে অবস্থিত।
আজকের পোস্টে আমরা দামুড়হুদা উপজেলার মেহেরুন শিশু পার্ক সম্পর্কে জানার চেষ্টা করব। চলুন শুরু করা যাক…

আরও: বাংলাদেশের সেরা ১০টি শিশু পার্ক
মেহেরুন শিশু পার্ক
ভ্রমণ স্থান | মেহেরুন শিশু পার্ক ও মিনি চিড়িয়াখানা |
ধরন | শিশু পার্ক |
অবস্থান | ইব্রাহিমপুর, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, খুলনা |
আয়তন | ৬০ বিঘা |
প্রবেশ ফি | জনপ্রতি ৩০ টাকা |
খোলা থাকার সময় | প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা |
পিকনিকের ব্যবস্থা আছে | হ্যাঁ |
পার্কিং ব্যবস্থা আছে | হ্যাঁ |
ঢাকা থেকে দূরত্ব | প্রায় ২৪৫ কিলোমিটার |
চুয়াডাঙ্গা থেকে দূরত্ব | প্রায় ১৫ কিলোমিটার |
শিশু পার্ক টি ৬০ বিঘা জায়গার উপর গড়ে তোলা হয়েছে। ঢাকা থেকে পার্কের দূরত্ব প্রায় ২৪৫ কিলোমিটার এবং চুয়াডাঙ্গা থেকে দূরত্ব প্রায় ১৫ কিলোমিটার।

আরও: ড্রিম ওয়ার্ল্ড পার্ক
শিশু পার্কে কি আছে
আপনি মেহেরুন শিশু পার্ক ভ্রমণে গেলে দেখতে পাবেন যে, এখানে ঘোড়ার গাড়ি, নান্দ্যনিক ভাস্কর্য, রেস্টুরেন্ট, রিসোর্ট, তাঁতশিল্প পল্লী থেকে শুরু করে শিশুদের বিভিন্ন আকর্ষণীয় রাইড রয়েছে।

মিনি চিড়িয়াখানায় রয়েছে ময়ূর, বানর, হরিণ, উট, পেঁচা সহ নানা প্রজাতির পশু-পাখি। বাচ্চাদের জন্য এই পার্ক খুবই দারুণ হবে তাই ভ্রমণে বাচ্চাদের সাথে নিয়ে যেতে ভুলবেন না। পার্কে কি কি রয়েছে তার ছোট একটি লিস্ট দেখুন-
- নাগরদোলা
- হরিণ
- উট পাখি
- পাহাড়
- পার্ক
- নৌকা
- স্পিড বোট
- গ্রীন হাউজ
- ঝরনা
- মেরি গো
- ওয়াটার বাস
- কটেজ
- আজব গুহা
- ট্রেন
- স্লিপার
- সুইং চেয়ার
টিকিট মূল্য ও সময়সূচি
মেহেরুন শিশু পার্ক ও মিনি চিড়িয়াখানায় প্রবেশের জন্য জনপ্রতি ৩০ টাকা টিকিট মূল্য দিতে হবে। পার্কের ভিতরে প্রবেশের পর বিভিন্ন রাইড দেখতে পাবেন। রাইডে চড়তে হলে আপনাকে ৩০ টাকা থেকে ৫০ টাকা দিয়ে আলাদা টিকিট নিতে হবে।
বি:দ্র: এতিমখানা ও মাদ্রসার জন্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি এবং চুয়াডাঙ্গা ও মেহেরপুর জেলার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষিকা ও শিক্ষার্থীদের জন্য প্রবেশ ফি মাত্র ১০ টাকা।
শিশুপার্ক টি প্রতিদিন সকাল ৭টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য খোলা থাকে।
কিভাবে যাবেন
আপনি বাংলাদেশের যে কোন স্থান থেকে এখানে ভ্রমণে যেতে পারবেন।

বাস ভ্রমণ
রাজধানী ঢাকা থেকে ভ্রমণে যেতে চাইলে পদ্মা সেতু হয়ে যেতে পারবেন। ঢাকার গাবতলী ও সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে পর্যটক পরিবহণ, স্কাই লাইন, পাবনা এক্সপ্রেস, চুয়াডাঙ্গা এক্সপ্রেস সহ বেশ কিছু বাসে চড়ে চুয়াডাঙ্গা যেতে পারবেন। ঢাকা থেকে চুয়াডাঙ্গার দূরত্ব প্রায় ২৩৫ কিলোমিটার।
ভাড়া: চুয়াডাঙ্গা যেতে জনপ্রতি বাস ভাড়া ৬০০ টাকা থেকে ১২০০ টাকা নিতে পারে।
আপনি বাসে চুয়াডাঙ্গা-মেহেরপুর মহাসড়কের ভালাইপুর মোড়ে নামবেন। ভালাইপুর মোড়ে নেমে অটোরিকশায় বা স্থানীয় পরিবহণে করে ইব্রাহিমপুর যেতে পারবেন।
ট্রেন ভ্রমণ
আপনি চাইলে ঢাকার কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে ট্রেনে যেতে পারেন। কমলাপুর রেলওয়ে ষ্টেশন থেকে চিত্রা, সুন্দরবন এক্সপ্রেস ও বেনাপোল এক্সপ্রেস ট্রেন যমুনা সেতু দিয়ে চুয়াডাঙ্গা যায়।
ভাড়া: ট্রেন ভাড়া জনপ্রতি ৪৮০ টাকা থেকে ১৮০০ টাকা নিতে পারে।
কোথায় খাবেন
ভ্রমণে সাথে করে অবশ্যই খাবার পানি নিয়ে নিবেন। ভ্রমণে গিয়ে খাওয়ার জন্য পার্কের ভিতরে এবং আশেপাশে রেস্টুরেন্ট পাবেন। এছাড়া দামুড়হুদা এসেও খেতে পারবেন।
কোথায় থাকবেন
শিশু পার্ক টি একদিনের ভ্রমণের জন্য দারুণ স্থান। তবে আপনি যদি ভ্রমণে গিয়ে থাকতে চান তাহলে আপনাকে চুয়াডাঙ্গা জেলা শহরের চলে আসতে হবে। এখানে অবকাশ, হোটেল আল মেরাজ, অন্তুরাজ আবাসিক হোটেল, হোটেল প্রিন্স সহ মোটামোটি মানের কিছু হোটেলে রয়েছে। চাইলে এগুলাতে থাকতে পারেন।
ফেসবুক: Kuhudak
Add your first comment to this post
You must be logged in to post a comment.