কাতার ভিসা চেক করা খুবই সহজ। অনলাইনে কিভাবে সহজে কাতার ভিসা চেক করবেন তা ছবি সহ ধাপে ধাপে সম্পূর্ণ গাইড লাইন দেয়া হল।
চলুন অনলাইনে কাতার ভিসা চেক করার সহজ উপায় জেনে নেই…।
আরও: ট্যুর প্যাকেজ
কাতার ভিসা চেক করবেন যেভাবে
কাতার ভিসা চেক করার জন্য আপনাকে খুব মনোযোগ সহকারে পোস্ট টি শেষ পর্যন্ত পড়তে হবে এবং এখানে দেয়া প্রত্যেকটি ধাপ সঠিক ভাবে অনুসরণ করতে হবে।
নাম | ভিসা চেক পদ্ধতি |
গাইড লাইন | ধাপ বাই ধাপ |
চেক | ভিসা এবং পাসপোর্ট |
ওয়েবসাইট | কাতার সরকারী ওয়েবসাইট |
কোন অবস্থাতেই তাড়াহুড়া করা যাবে না। এতে ভুল হবার সম্ভাবনা রয়েছে। আমি নিচে এক এক করে ধাপ গুলো ছবি সহ তুলে ধরছি। এতেও না বুজলে নিচে দেয়া কমেন্ট বক্সে কি বুজতে পারেননি সেটি লিখুন।
আপনি মোবাইল, ট্যাব বা কম্পিউটার যেটাই ব্যাবহার করেন না কেনো নিচের ধাপ গুলো অনুসরণ করলে যে কোন ডিভাইস দিয়ে বিশ্বের যে কোন প্রান্ত থেকে সহজেই কাতার ভিসা চেক করতে পারবেন।
ধাপ: ১
প্রথমে এই লিংকটিতে (https://portal.moi.gov.qa/wps/portal/MOIInternet/MOIHome) ক্লিক করে কাতারের সরকারি পোর্টাল ওয়েবসাইটে যান। ওয়েবসাইটে ঢুকার পর নিচে দেয়া ছবির মত আসবে।
ভিসা চেক লিংক
ভিসা চেক করতে নিচের লিংকে ক্লিক করুণ।
এবার নিচে খেয়াল করে দেখুন Inquiries নামে একটা অপশন রয়েছে (ছবিতে লাল মার্ক করে দেয়া আছে) এখানে ক্লিক করুণ।
ধাপ: ২
“Inquiries” অপশনে ক্লিক করার পর নিচে দেয়া ছবির মতো উইন্ডো আসবে।
বা পাশের “Visa Services” অপশনে ক্লিক করুণ। নিচের মত অপশন আসবে।
লাল মার্ক দেয়া “Visa Inquiry and Printing” -এ ক্লিক করুণ।
আরও: পাসপোর্ট হয়েছে কিনা চেক করবেন যেভাবে
ধাপ: ৩
আমাদের কাজ প্রায় শেষের দিকে। এটাই শেষ ধাপ!
“Visa Inquiry and Printing” অপশনে ক্লিক করার পর যে উইন্ডোটি ওপেন হলো তাতে দুটি অপশন দেখতে পাবেন (নিচে দেয়া ছবিটি লক্ষ্য করুণ)। প্রথমটি হলো Visa Number আর ২য়টি Passport Number দেয়া আছে।
আপনি যদি আপনার পাসপোর্ট নম্বর দিয়ে ভিসা যাচাই করতে চান তাহলে, Passport Number ঘরে আপনার পাসপোর্ট নম্বরটি লিখুন। আর আপনি যদি ভিসা যাচাই করতে চান তবে Visa Number ঘরে আপনার ভিসা নাম্বারটি লিখুন।
নিচে Nationality লেখা ডান পাশের ঘরের ড্রপডাউন মেনু থেকে আপনার দেশ “Bangladesh” সিলেক্ট করুন।
কাজ প্রায় শেষ।
এবার নিচে বাপাশে দেয়া ইংরেজি অক্ষর গুলো ডান পাশের খালি ঘরে লিখে Submit বাটনে ক্লিক করুণ।
আপনার কাজ শেষ। এবার দেখুন আপনার ভিসা সংক্রান্ত যাবতীয় তথ্য চলে আসছে। প্রয়োজনে এখান থেকে আপনি ভিসা প্রিন্ট করতে পারবেন!
কাতারের ভিসা চেক
আশাকরি কাতার ভিসা চেকিং বা কাতারের ভিসা চেক করতে আপনার কোন সমস্যা হবে না। এই পদ্ধতিতে আপনি খুব সহজেই ভিসা চেক করতে পারবেন।
ভিসা চেকিং এর সুবিধা
নিচে এই পদ্ধতিতে ভিসা চেক করলে কি কি সুবিধা পাবেন তা দেয়া হল:
- এই পদ্ধতিতে ভিসা চেক করলে আপনাকে আলাদা করে কারও সহায়তা নিতে হবে না। আপনি নিজেই নিজের ভিসা চেক করতে পারবেন।
- ভিসা চেক করার জন্য আপনাকে এম্বাসিতে যেতে হবে না।
- অন্যান্য হাবি-যাবি একপ্স ইনিস্টল করতে হবে না।
- সঠিক গাইড লাইন এর মাধ্যমে ভিসা চেক করতে পারবেন।
- ভিসা চেক কাতার এর জন্য এটাই চমৎকার মাধ্যম।
- এর ফলে আপনি বিশ্বের যে কোন প্রান্ত থেকে মাত্র একটি ইন্টারনেট সংযোগ এর মাধ্যমে আপনার ভিসা বা পাসপোর্ট এর মেয়াদ অথবা অন্যান্য তথ্য চেক করতে পারবেন।
- এখানে ভিডিও থাকায় আপনার বুজতে আরও সুবিধা হবে।
- আপনি সঠিক পদ্ধতিতে ভিসা চেক করতে পারবেন।
কাতার ভিসা চেক
কাতার ভিসা চেক করার সময় কিছু ব্যাপার খেয়াল রাখবেন। তা না হলে আপনি আপনার ভিসা সংক্রান্ত তথ্য পাবেন না!
আমি নিচে কিছু ব্যাপার উল্লেখ করছি। ভিসা চেকিং এর সময় নিম্নোক্ত বিষয় গুলো খেয়াল রাখবেন।
আরও: ভ্রমণ টিপস
ভিসা চেকিং এর সতর্কতা
- স্টেপ বাই স্টেপ গাইড লাইন ফলো করবেন।
- ভিসা চেক করার সময় তাড়াহুড়া করবেন না। এতে ভুল হতে পারে।
- আপনার পাসপোর্ট অথবা ভিসা চেক করার সময় সঠিক অপশন টি বাছাই করে নিবেন।
- আপনি যদি মোবাইল থেকে ভিসা চেক করেন তাহলে উপড়ে দেয়া লিংকটি কপি করে ব্রাউজারে পেস্ট করে ভিজিট করতে পারেন অথবা সরাসরি আমার দেয়া লিংকে ক্লিক করে ভিজিট করতে পারেন।
- ভিসা বা পাসপোর্ট নাম্বার দেয়ার পর আরেকবার চেক করে নিবেন যাতে ভুল না থাকে। যেহেতু ভিসা বা পাসপোর্ট নাম্বার বেশ বড় হয় তাই আপনার ভুল হওয়া স্বাভাবিক।
- সবশেষে ক্যাপচা কোড এন্টি করতে সঠিক ক্যাপচা কোডটি ডান পাশের বক্সে দিন।
ভিসা নিয়ে সচরাচর জিজ্ঞাস্য
পাসপোর্ট নাম্বার দিয়ে ভিসা চেক করতে পারব?
জি অবশ্যই! আপনি আপনার পাসপোর্ট নাম্বার অথবা ভিসা নাম্বার দিয়ে অনলাইনে ভিসা চেক করতে পারবেন।
কাতার ভিসা হয়েছে কিনা কিভাবে বুঝব?
কাতার ভিসা হলে ওয়েবসাইটে আপনার ভিসা সম্পর্কে তথ্য পাবেন। ভিসা না হলে, আপনাকে কোন তথ্য দেখাবে না।
ভিসা হয়েছে কিনা বুঝেতে পারছি না, কি করব?
ভিসা হয়েছে কিনা যদি না বুঝেন, তাহলে আমাদের সাথে যোগাযোগ করুন। আমাদের সাথে দ্রুত যোগাযোগ করতে, হোয়াটসঅ্যাপ (01610515898) নাম্বার ব্যাবহার করুন।
এরপরও যদি ভিসা বা পাসপোর্ট চেক করতে আপনার সমস্যা হয় বা আপনি কোন ব্যাপার না বুজে থাকেন তাহলে, নিচের কমেন্ট বক্সে আমাদের জানাতে ভুলবেন না। প্রয়োজনে যে কোন সময় আমাদের ফেসবুক মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপ, ইমেল অথবা মোবাইল নাম্বারে যোগাযোগ করুন।
আশাকরি আপনাকে সঠিক এবং সহজ গাইড লাইন দিতে পেরেছি। ভালো থাকবেন। আর, আপনি আমাদের কাছে অন্য কোন তথ্য জানতে চাইলে সেটাও জানাতে পারেন। ধন্যবাদ।
ফেসবুক: Kuhudak
ভিসা প্রিন্ট করার জন্য প্রস্তুত, অনুগ্রহ করে ফি প্রদানের জন্য নিকটস্থ পরিষেবা কেন্দ্রে যান, এছাড়াও MOI ওয়েবসাইটে Metrash2 বা মন্ত্রণালয়ের ই-সার্ভিসের মাধ্যমে ফি প্রদান করা যেতে পারে
ভাই এ বিষয় টা বুঝতেছি না
নাম্বার: 01706666850
Ame jayta cay
আমি
আমি এয় ওয়েব সাইট চাই
আমি কাতারে যেতে চাই
কাতার যাওয জন্য আবেদন
মন্তব্য করার জন্য ধন্যবাদ।