ইমুগা (Imuga) ফর্ম পূরণের গাইডলাইন নিয়ে বিস্তারিত থাকছে। সমুদ্রের বুকে এক টুকরো স্বর্গ মালদ্বীপ (Maldives) ভ্রমণের জন্য আপনাকে ফ্লাইটের ৯৬ ঘন্টার মধ্যে ইমুগা ফর্ম পূরণ করতে হবে।
আজকের এই পোস্টে আমরা মালদ্বীপ ভ্রমণে ইমুগা ফর্ম কিভাবে পূরণ করবেন তা জানার চেষ্টা করব। তো চলুন শুরু করা যাক…
আরও: মালদ্বীপ ভ্রমণ গাইড
ইমুগা কি
ইমুগা হচ্ছে ট্রাভেলার ডিক্লারেশন ফর্ম যা সংক্ষেপে বলা হয়ে থাকে ইমুগা (IMUGA)। মূলত ইমুগার মাধ্যমে, একজন ভ্রমণকারীর ভ্রমণ এবং স্বাস্থ্য সম্পর্কিত তথ্য সংগ্রহ করা হয়ে থাকে। মালদ্বীপ ইমিগ্রেশনের ওয়েবসাইটের মাধ্যমে পর্যটকে কিছু প্রশ্ন করা হয় এবং এই তথ্য গুলো সংরক্ষণ করা হয়।
ইমুগা ফর্ম ২বার পূরণ করতে হবে। প্রথমে আপনি যে দেশ থেকে মালদ্বীপ ভ্রমণে যাবেন সে দেশ থেকে ফ্লাইটের ৯৬ ঘণ্টার মধ্যে এবং মালদ্বীপ থেকে আবার ফিরে আসার ফ্লাইটের ৯৬ ঘণ্টার মধ্যে এই ২ বার ইমুগা ফর্ম পূরণ করতে হয়।
কিভাবে ইমুগা ফর্ম পূরণ করবেন
ইমুগা ফর্ম পূরণ করার জন্য আপনাকে বেশ কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। নিচে এক এক করে ধাপ গুলো দেখানো হল-
ধাপ: ১
ইমুগা ফর্ম পূরণের জন্য আপনাকে এই ওয়েবসাইটে ভিজিট করতে হবে: (imuga.immigration.gov.mv/traveller)। ওয়েবসাইটে ঢুকার পর নিচে দেয়া ছবির মত আসবে।


এরপর (New Application) বাটনে ক্লিক করতে হবে। বাটনে ক্লিক করার পর নিচের উন্ডো আসবে।


এরপর Continue বাটনে ক্লিক করলে নিচের ছবির মত আসবে।


আপনি যদি মালদ্বীপ ভ্রমণে যেতে চান তাহলে (Travelling to Maldives) বাটনে ক্লিক করুন। আর আপনি যদি মালদ্বীপ থেকে ফিরে আসতে চান তাহলে (Departing from Maldives) বাটনে ক্লিক করুন।
ধাপ: ২
আমরা (Travelling to Maldives) বাটনে ক্লিক করলাম। এরপর নিচের ছবির মত আসবে।


এখানে আপনার পাসপোর্টের তথ্য দিতে হবে। চাইলে আপনি আপনার পাসপোর্টের ছবি তুলে বা স্ক্যান করে এখানে আপলোড করতে পারেন, তাহলে আপনার ডাটা গুলো অটোমেটিক স্ক্যান করে নিয়ে নিবে। অথবা আপনি ম্যানুয়ালি টাইপ করে তথ্য দিতে পারেন। আমরা আপনার বুঝার সুবিধার্থে ম্যানুয়ালি তথ্য দিব।
ম্যানুয়ালি তথ্য দেয়ার জন্য (Skip Upload) বাটনে ক্লিক করুন।
- আপনার জাতীয়তা (Nationality) দিন। যেমন, বাংলাদেশ
- ভ্রমণের উদ্দেশ্য (Purpose of visit) দিন। যেমন, ছুটির দিন (Holiday)
- আপনার ব্যক্তিগত বিবরণ (Personal details) দিন। পাসপোর্টে যেভাবে তথ্য দেয়া আছে ঠিক সেভাবে তথ্য দিন।
তথ্য দেয়ার পর দেখতে এরকম দেখাবে।


তথ্য দেয়া শেষে আরেকবার তথ্য যাচাই করে নিন কোথাও ভুল রয়েছে কিনা। সবকিছু ঠিক থাকলে (Next) বাটনে ক্লিক করুন। নিচের ছবিরমত আসবে।


এবার এক এক করে ভ্রমণের বিবরণ (Travel details) গুলো দিন।
- বন্দরের প্রবেশ পথ (Port of Entry) দিন। যেমন, Velana International Airport / Male’ Seaport
- পৌছানোর তারিখ (Date of Arrival) দিন
- পরিবহন পদ্ধতি (Mode of Transport) দিন। যেমন, আকাশ পথে (By Air)
- ফ্লাইট/জাহাজ নম্বর (Flight/Ship Number) দিন
- সিট/ডেক নম্বর (ঐচ্ছিক) [প্রয়োজন নেই]
- থাকার সময়কাল (Duration of Stay) দিন। যেমন, 7
- প্রস্থানের দেশ (উৎস) (Country of Departure (Origin)) দিন। যেমন, Bangladesh
- পিএনআর নম্বর (টিকিট বুকিং রেফারেন্স) (PNR Number (Ticket Booking Reference)) দিন। যেমন, ABCDEF (বিমানের টিকেটে দেয়া আছে)
- মালদ্বীপের পর পরবর্তী গন্তব্য (Next Destination After Maldives) দিন। যেমন, Bangladesh (মানে, ভ্রমণ শেষে আবার বাংলাদেশে চলে আসব)
- আপনি যেখানে থাকবেন সেই রিসর্ট/দ্বীপ নির্বাচন করুন (Select the resort/island where you’ll be staying) দিন। যেমন, K.Maafushi (এর মানে আমি K.Maafushi আইল্যান্ডে থাকব। আপনি যে আইল্যান্ডে থাকবেন সে আইল্যান্ডের তথ্য দিবেন)
- আপনি যেখানে থাকবেন সেই সুবিধা (গেস্টহাউস) নির্বাচন করুন (Select the facility (Guesthouse) where you’ll be staying) দিন। যেমন, Arena Grand Beach (এর মানে আমি Arena Grand Beach হোটেলে থাকব। আপনি যে হোটেল/রিসোর্টে থাকবেন তা সিলেক্ট করবেন)
সব তথ্য দেয়া হলে নিচের ছবিরমত দেখাবে।


এরপর আপনি কি পর্যটকদের জন্য বিশ্বের প্রথম গন্তব্য লয়্যালটি প্রোগ্রাম মালদ্বীপ বর্ডার মাইলসের সদস্য হিসাবে নথিভুক্ত করতে চান? (Do you want to enroll as a member of Maldives Border Miles, the world’s first destination loyalty program for tourists?) এখানে কোন কিছু সেলেক্ট করার প্রয়োজন নেই। যেভাবে আছে ঠিক সেভাবেই থাকবে।
এরপর (Next) বাটনে ক্লিক করুন। নিচের ছবির মত আসবে।


আপনাকে কাস্টমস ঘোষণা (Customs declaration) দিতে হবে। এখানে বেশ কিছু Yes/No প্রশ্ন আছে। এগুলোর উত্তর দিতে হবে। উত্তর দেয়ার আগে অবশ্যই ভালো করে প্রশ্ন পড়ে নিবেন। উত্তর দেয়ার পর নিচের ছবির মত দেখাবে।
চেক-ইন ব্যাগের সংখ্যা ছাড়া বাকি সব প্রশ্নের উত্তর না (No) হতে পারে। আমার ক্ষেত্রে সব No হয়েছে।


এরপর (Next) বাটনে ক্লিক করে পরের পেজে চলে আসুন। এটাই সর্বশেষ স্টেপ।
এই স্টেপে আপনার ছবি আপলোড করতে হবে। ছবি দেয়ার ক্ষেত্রে যে সব বিষয় খেয়াল রাখবেন তা নিচে দেয়া হল।
- ছবিতে যেন আপনার সম্পূর্ণ চেহারা দেখা যায়।
- ছবিতে আপনার চেহারা সাধারণ অবস্থায় থাকবে। রাগান্বিত বা কান্নারত অবস্থা যেন না থাকে।
- মাথার ক্যাপ, টুপি বা কালো সানগ্লাস থাকা যাবে না।
- আপনি যদি মুসলিম কিংবা অন্য ধর্মের হন তাহলে, আপনার ধর্ম অনুযায়ী মাথায় টুপি, পাগড়ী থাকতে পারে। তবে খেয়াল রাখবেন যাতে এটা আপনার চেহারা না ঢেকে ফেলে।
- ছবি ফরম্যাট JPEG/JPG/PNG হতে হবে এবং ছবির সাইজ ৩MB এর বেশি হওয়া যাবে না।
সব কিছু ঠিক থাকলে ছবি আপলোড করে I declare that the information এর পাশে থাকা বাটনে টিক চিহ্ন দিয়ে (Submit) বাটনে ক্লিক করে আপনার তথ্য জমা দিন।
ধাপ: ৩
৩য় ধাপে আপনি তথ্য জমা দেয়ার পর যে পেজ বা উন্ডো আসবে সেটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন যাতে ভবিষ্যতে কোন প্রয়োজন হলে রেফারেন্স হিসেবে দেখাতে পারেন। আপনার কাজ শেষ।
ইমুগা ফর্ম পূরণের গাইডলাইন বড় হলেও আমরা চেষ্টা করেছি আপনাকে বিস্তারিত ভাবে বুঝাতে। যাতে আপনার কোথাও ভুল না হয়। আশাকরি আপনি বুঝতে পেরেছেন এবং আপনার ইমুগা ফরম পূরণ করতে পারেছেন। আপনার ভ্রমণ যাত্রা শুভ হউক।
বি:দ্র: কোথাও বুঝতে অসুবিধা হলে কিংবা অন্য কোন প্রয়োজনে কমেন্টে জানাতে পারেন বা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।
আরও: মালদ্বীপ ভ্রমণ গাইড