কিভাবে ২৪ ঘন্টা থেকে ১২ ঘন্টা সময় ফরম্যাট কনভার্ট করবেন তা নিয়ে বিস্তারিত থাকছে। বাংলাদেশ তথা অনেক দেশ লোকাল ফরম্যাট হিসেবে ১২ ঘন্টা সময় (12 Hour Clock) ফরম্যাট ব্যাবহার করে থাকে। কিন্তু আন্তর্জাতিক ভাবে সময় ফরম্যাট ২৪-ঘন্টা (24 Hour Clock) ব্যাবহার করা হয়।
টিকেট কাটা থেকে শুরু করে ভ্রমণের নানা কাজে এই ফরম্যাট ব্যাবহার করা হয়। আমরা সচরাচর ১২ ঘন্টা সময় ফরম্যাট ব্যাবহার করে অভ্যস্ত। আমরা লোকালি যে ফরম্যাট ব্যাবহার করি তা হল: AM এবং PM । রাত ১২ টার পর থেকে AM শুরু হয়। যেমন, রাত ১ টা কে আমরা এভাবে দেখি: 1:00 am । আবার দুপুর ১২ টার পর PM শুরু হয়। যেমন, দুপুর ২ টা কে আমরা এভাবে দেখি: 2:00 pm । এগুলো সব লোকাল বা ১২ ঘন্টা সময় ফরম্যাট।
২৪-ঘন্টা সময় ফরম্যাটে কোন AM বা PM ফরম্যাট নেই! এখানে সময় গণনা শুরু হয় রাত থেকে। যেমন, রাত শুরু হবে: 00 টা থেকে (মানে, লোকাল টাইম ১২ টার পর থেকে) ১ ঘন্টা পর হবে রাত ১ টা। এরপর ২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১১,১২ তারপর ১৩,১৪,১৫,১৬,১৭,১৮,১৯,২০,২১,২২,২৩,২৪ এভাবে হবে!
আরও: বাংলাদেশের সেরা ৫০ টি দর্শনীয় স্থান বা পর্যটন কেন্দ্র
আসুন এবার আমরা নিচে একটা ঘড়ির সময় ফরম্যাট কনভার্ট টেবিল দেখি।
২৪ ঘন্টা সময় ফরম্যাট কনভার্ট টেবিল
১২ ঘন্টা ফরম্যাট | ২৪ ঘন্টা ফরম্যাট |
---|---|
1 AM | 01:00 |
2 AM | 02:00 |
3 AM | 03:00 |
4 AM | 04:00 |
5 AM | 05:00 |
6 AM | 06:00 |
7 AM | 07:00 |
8 AM | 08:00 |
9 AM | 09:00 |
10 AM | 10:00 |
11 AM | 11:00 |
12 PM | 12:00 |
1 PM | 13:00 |
2 PM | 14:00 |
3 PM | 15:00 |
4 PM | 16:00 |
5 PM | 17:00 |
6 PM | 18:00 |
7 PM | 19:00 |
8 PM | 20:00 |
9 PM | 21:00 |
10 PM | 22:00 |
11 PM | 23:00 |
12 AM | 00:00 |
বাংলাদেশের টাইম জোন হচ্ছে: Dhaka (GMT+6)
সময় ফরম্যাট সচরাচর জিজ্ঞাস্য
24 ঘন্টার সময়সূচি কিভাবে করতে হয়?
২৪ ঘন্টা সময় ফরম্যাটে কোন AM বা PM ফরম্যাট নেই! এখানে সময় গণনা শুরু হয় রাত থেকে। যেমন, রাত শুরু হবে: 00 টা থেকে (মানে, লোকাল টাইম ১২ টার পর থেকে) ১ ঘন্টা পর হবে রাত ১ টা। এরপর ২,৩,৪,৫,৬,৭,৮,৯,১০,১১,১২ তারপর ১৩,১৪,১৫,১৬,১৭,১৮,১৯,২০,২১,২২,২৩,২৪ এভাবে হবে!
২৪ ঘন্টা সময়সূচিতে ১ দিন কে ধরা হয় কোন সময়সীমাকে?
সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়কালকে দিন বলা যেতে পারে যদিও ব্যবহারিক অর্থে আমরা ২৪ ঘণ্টাকে(One Rotation of earth) এক দিন বলি। সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়কে দিন এবং সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত সময়কে রাত বলা হয়। অর্থাৎ ১দিন + ১রাত = ২৪ ঘন্টা
১২ ঘন্টা সময়সূচিতে রাত ১২ টা হলে ২৪ ঘন্টা সময়সূচিতে কত হবে?
২৪ ঘন্টা সময়সূচিতে ২৪ টা হবে। রাত ১২:০০ টা, ০০:০০ টা. রাত ২:00 টা, ০২:০০ টা. সকাল … ১২ঘণ্টা সময়সূচিতে ঘণ্টা ও মিনিটকে ২ অংকে প্রকাশ করা হয়।
সহজে কিভাবে আন্তর্জাতিক টাইম থেকে লোকাল টাইম বের করব?
সহজে আন্তর্জাতিক টাইম (২৪ ফরম্যাট) থেকে লোকাল টাইম (১২ ফরম্যাট) বের করার উপায় হচ্ছে, আন্তর্জাতিক টাইম থেকে ১২ বিয়োগ (-) করলে যে সময় দেখাবে সেটাই লোকাল টাইম! যেমন, আন্তর্জাতিক টাইম ২০:০০ হলে লোকাল টাইম ১২ বিয়োগ করলে যা হবে মানে, রাত ৮ টা!
ফেসবুক: Kuhudak
Add your first comment to this post
You must be logged in to post a comment.