ভ্রমণে বিভিন্ন দেশের জরুরী নাম্বার গুলো জানেন তো? আজকে আমি আপনার সাথে এশিয়া মহাদেশে থাকা দেশগুলোর জরুরী/ ইমারজেন্সি নাম্বার গুলো শেয়ার করব।
এটা আপনার ভ্রমণের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ভ্রমণে বিপদে কাজে লাগবে আপনার। যে নাম্বার গুলো শেয়ার করব, সবগুলো নাম্বার টোল ফ্রি (মানে ঐ দেশের যে কোন লোকাল নাম্বার থেকে ফ্রি কল দিতে পারবেন)।
তাই আপনি যদি ভ্রমণ প্রিয় হয়ে থাকেন তাহলে এই পোস্টটি আপনার জন্য অনেক জরুরী।
পোস্টি পরা শেষে, হয় আপনার প্রয়োজনীয় জরুরী নাম্বার গুলো কোথাও লিখে রাখুন অথবা এই পোস্টি আপনার সোশ্যাল মিডিয়া (ফেসবুক, টুইটার) ইত্যাদি তে শেয়ার করে রাখুন। পড়ে যখন আপনার প্রয়োজন হবে সেখান থেকে প্রয়োজনীয় নাম্বারটি সংগ্রহ করে নিবেন।
তো চলুন শুরু করা যাক…
ভ্রমণে নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ১০টি টিপস পড়েছেন কি?
ভ্রমণে বিভিন্ন দেশের জরুরী নাম্বার গুলো জানেন তো?
এশিয়া মহাদেশ
দেশের নাম | জরুরী নাম্বার |
---|---|
বাংলাদেশ | ৯৯৯ |
আবখাজিয়া | ১০২ |
আফগানিস্তান | ১১৯ |
আক্রোরিরি ও ধেকেলিয়া | ১১২, ৯৯৯ |
বাহরাইন | ৯৯৯ |
ভুটান | ১১৩, ১১২, ১১০ |
ব্রিটিশ ভারত অঞ্চল | ১১২, ৯৯৯ |
ব্রুনাই | ৯৯৩, ৯৯১, ৯৯৫ |
মিয়ানমার | ৯৯৯ |
কম্বোডিয়া | ১১৭, ১১৯, ১১৮ |
চীন | ১১০, ১২০, ১১৯ |
ক্রিস্টমাস দ্বীপ | ০০০ |
কোকোস দ্বীপপুঞ্জ | ০০০ |
পূর্ব তিমুর | ১১২ |
হংকং | ৯৯৯ |
ভারত | ১০০, ১০২, ১০১ |
ইন্দোনেশিয়া | ১১০, ১১৮, ১১৩ |
ইরান | ১১০, ১১৫, ১২৫ |
ইরাক | ১১২, ৯১১ |
ইস্রায়েল | ১০০, ১০১, ১০২ |
জাপান | ১১০, ১১৯ |
জর্ডন | ৯১১ |
কাজাকস্থান | ১১২ |
কিরগিজস্তান | ১০২, ১০৩, ১০১ |
কোরিয়া | ১১০, ১১৯ |
দক্ষিণ কোরিয়া | ১১২, ১১৯ |
কুয়েত | ১১২ |
লাত্তস | ১৯১, ১৯৫, ১৯০ |
লেবানন | ৯৯৯, ১৪০, ১৭৫ |
মালদ্বীপ | ১১৯, ১০২, ১১৮ |
মাল্যাশিয়া | ৯৯৯ |
মঙ্গোলিআ | ১০৫ |
নেপাল | ১০০, ১০২, ১০১ |
ওমান | ৯৯৯৯ |
পাকিস্তান | ১৫, ১১৫, ১৬ |
ফিলিপাইন | ৯১১ |
কাতার | ৯৯৯ |
সৌদি আরব | ৯১১ |
সিঙ্গাপুর | ৯৯৯, ৯৯৫ |
শ্রীলংকা | ১১৯, ১১০ |
সিরিয়া | ১১২, ১১০, ১১৩ |
তাইওয়ান | ১১০, ১১৯ |
তাজিকস্থান | ১১২ |
থাইল্যান্ড | ১৯১, ৯১১ |
তুর্কমেনিয়া | ১১২ |
দুবাই | ১১২ |
উজ্বেকিস্থান | ১১২ |
ভিয়েতনাম | ১১৩, ১১৫, ১১৪ |
ইমেন | ১৯৪, ১৯১ |
আরও পড়ুন: ভ্রমণের সেরা ২৫টি টিপস
ভ্রমণ নিয়ে কোন প্রশ্ন থাকলে নিচের কমেন্ট বক্সে করতে পারেন। উত্তর দেয়ার চেষ্টা করব।
আজতো দিয়েছি এশিয়া মহাদেশ এর ভ্রমণে বিভিন্ন দেশের জরুরী নাম্বার গুলো। আগামী পোস্টে বাকি মহাদেশের দেশগুলোর জরুরী নাম্বার গুলো দেয়ার চেষ্টা করব।
তো আজ এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। ভ্রমণ করুন। পৃথিবী কে চিনুন, পৃথিবী সম্পর্কে জানুন।
ফেসবুক: Kuhudak